Wednesday, January 8, 2025
HomeBreakingKaho Naa... Pyaar Hai: ফের মুক্তি পেতে চলেছে হৃতিক-আমিশার 'কহো না... প্যায়ার...

Kaho Naa… Pyaar Hai: ফের মুক্তি পেতে চলেছে হৃতিক-আমিশার ‘কহো না… প্যায়ার হ্যায়’

হৃতিক-আমিশা জুটিকে যাঁরা বড়পর্দায় মিস করেছেন, সেই সব ভক্তদের জন্য সুখবর! এই দুই তারকার সুপারহিট ছবি Kaho Naa… Pyaar Hai ফের একবার মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। আগামী ১০ জানুয়ারি ফের মুক্তি পাচ্ছে ছবিটি।

হৃতিকের ৫১তম জন্মদিন এবং ছবির (Kaho Naa Pyaar Hai) ২৫ বছর পূর্তি, দুইই বোনাস সেলিব্রেশন চলবে আগামী ১০ জানুয়ারি। মুম্বইয়ে আন্ধেরির PVR Icon-এ ৯ জানুয়ারি ছবির ফ্যান প্রিমিয়ারে উপস্থিত থাকবেন খোদ হৃতিক রোশন। ভক্তদের সঙ্গে বসে এই ছবির দেখার এক্সাইটমেন্ট ধরা পড়েছে তারকার সোশ্যাল মিডিয়া পোস্টেও।

হৃতিকের সোশ্যাল মিডিয়ায় পোস্ট

এই মিউজিক্যাল রোম্যান্টিক থ্রিলারটির (Kaho Naa Pyaar Hai) পরিচালনা করেছিলেন অভিনেতার বাবা রাকেশ রোশন। ২০০০ সালের ১৪ জানুয়ারি ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল। ছবির সংগীত পরিচালক ছিলেন রাজেশ রোশন।

আরও পড়ুন: Tina Ahuja: পিরিয়ডসের ব্যথাকে ‘মানসিক’ বলে চূড়ান্ত সমালোচিত গোবিন্দা কন্যা টিনা!

হৃতিক-আমিশা জুটির এই ছবি (Kaho Naa Pyaar Hai) আজও একইভাবে উন্মাদনা তৈরি করে সিনেপ্রেমীদের মনে। দেখতে দেখতে ছবির ২৫ বছরও হতে চলল। সেই উন্মাদনা, ছবির সেই ক্যারিশমা ফের একবার ম্যাজিক দেখাতে পারে বলেই মনে করছেন অনেকে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular