Wednesday, October 16, 2024
HomeবিনোদনArindam Sil: যৌন হেনস্থার অভিযোগ পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে, সাসপেন্ড করল ডিরেক্টরস...

Arindam Sil: যৌন হেনস্থার অভিযোগ পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে, সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন বিনোদন জগতের শিল্পীরাও। এই আবহেই এবার অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল টলিউডের অন্দরমহলে। যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হল শবর, ব্যোমকেশ, মিতিন মাসির মতো ছবির জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলকে। ইতিমধ্যেই এই বিষয়ে পরিচালককে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, কয়েক বছর আগেই অভিনেত্রী রূপাঞ্জনা পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ইস্টার্ন বাইপাসের কাছে একটি অফিসে স্ক্রিপ্ট পড়ে শোনানোর অছিলায় তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন পরিচালক! শুধু তাই নয়, ঘনিষ্ঠ আলিঙ্গনের মাধ্যমে তাঁকে কদর্য ইঙ্গিতও করেছিলেন অরিন্দম, এমনই অভিযোগ ছিল রূপাঞ্জনার। তবে সেসময় সব অভিযোগ নস্যাৎ করেছিলেন অরিন্দম৷

আরও পড়ুন: Dev: ‘কন্যাশ্রী-রূপশ্রীর কোনও মানে নেই যদি…’, আরজি কর-কাণ্ডে গর্জন দেবের

এবার ফের একবার যৌন হেনস্থার অভিযোগে বিপাকে অভিনেতা-পরিচালক অরিন্দম শীল৷ তবে, পরিচালকের মন্তব্য, ফাঁসির আসামীকেও তো নিজের সপক্ষে যুক্তি দেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু তাঁর ক্ষেত্রে এমনটা হয়নি বলেই দাবি অরিন্দম শীলের৷

অভিযোগ সম্পর্কে কী বক্তব্য অরিন্দম শীলের?

অরিন্দম শীলের বক্তব্য, ‘আমাকে বলা হয়েছে, আমি শট বোঝাতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সেই সময় কিন্তু ক্যামেরা পার্সন থেকে শুরু করে অন্যান্য সকলেই সেটে উপস্থিত ছিলেন। মহিলা কমিশনের তরফে যখন আমায় ডাকা হয়েছিল, তখন আমি সেখানেও বলেছি যে অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমায় ভুল বুঝেছেন। ওঁর মনে হয়েছে আমি অশালীন আচরণ করেছি। যদি আমার ভুলবশত ওই অভিনেত্রী আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। যদিও মহিলা কমিশনের তরফে আমায় চিঠি থেকে অনিচ্ছাকৃত শব্দটি বাদ দিতে বলা হয়। ডিরেক্টরস গিল্ড, আমার সঙ্গে কোনও রকম কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular