দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন জনপ্রিয় গায়ক এলটন জন৷ এমনই ভয়ঙ্কর-মর্মান্তিক অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন এলটন৷
কী জানা গিয়েছে?
রবিবার লন্ডনের ওয়েস্ট এন্ডের ডোমিনিয়ন থিয়েটারে অনুষ্ঠিত দ্য ডেভিল ওয়ার্স প্রাডা: দ্য মিউজিক্যাল প্রিমিয়ারের পরে বক্তৃতা দেওয়ার সময় দৃষ্টিশক্তি হারানোর কথা শেয়ার করেন এলটন জন। তিনি জানান, তাঁর চোখে ইনফেকশন হওয়ার কারণে এই অবস্থা!
জন বলেন, ‘আপনারা অনেকেই হয়তো জানেন অনেকদিন ধরে আমার চোখে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। আমি আমার নিজের পারফরম্যান্স দেখতে পারিনি ঠিকই কিন্তু উপভোগ করেছি।’
আরও পড়ুন: Laapataa Ladies: জাপানে ‘পাঠান’, ‘সালার’কে পিছনে ফেলে বক্স-অফিসে ঝড় তুলল ‘লাপতা লেডিজ’
তিনি আরও বলেন, ‘আমার সঙ্গী ডেভিড ফার্নিশ আমার পাশে সব সময় ছিলেন। সব সময় আমাকে মানসিকভাবে সাহায্য করেছেন তিনি।’
উল্লেখ্য, ১৯৮৪ সালে রেনেট ব্লাওয়েলকে বিয়ে করেন এলটন। চার বছর বাদে তাঁদের বিচ্ছেদ হয়। নয়ের দশকে তিনি পরিচালক-প্রযোজক ডেভিড ফার্নিশের সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন।