Wednesday, October 16, 2024
HomeবিনোদনRanveer-Deepika: সংসারে নতুন সদস্যের আগমন, মা-বাবা হলেন দীপিকা-রণভীর!

Ranveer-Deepika: সংসারে নতুন সদস্যের আগমন, মা-বাবা হলেন দীপিকা-রণভীর!

গণেশ চতুর্থীর পরের দিনই রণভীর-দীপিকার (Ranveer-Deepika) সংসারে লক্ষ্মীর আগমন। কন্যা-সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সিদ্ধিবিনায়ক মন্দিরে সপরিবার পৌঁছেছিলেন তাঁরা। আর তার পরের দিনই দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে পৌঁছন তাঁরা। রবিবার সকালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা।

তারকা দম্পতি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই সুখবর। দীপভীরের (Ranveer-Deepika) পরিবারে কন্যাসন্তানের আগমনে খুশি ভক্তেরাও।

আরও পড়ুন : ‘120 Bahadur’: Major Shaitan Singh PVC’র ভূমিকায় ফারহান আখতার

কিছুদিন আগেই প্রেগন্যান্সি ফটোশ্যুট করেছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন রণভীর। তাঁদের আদরে-মাখা সুন্দর মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। দীপিকার বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে সেই সব ছবিতে৷

জানা যাচ্ছে, বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, বলিউডে ফের একবার কন্যা সন্তান এল তারকা দম্পতির (Ranveer-Deepika) ঘরে। বিপাশা-করণ, বরুন-নাতাশা, রণবীর-আলিয়ার পর এবার দীপিকা-রণভীরের বাড়িতে লক্ষ্মীর আগমন হল৷ খুশির হাওয়া বলি-পাড়ায়৷

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular