Thursday, December 12, 2024
HomeBreakingKIFF 2024: ‘বাংলায় এসে সিনেমা করুন’, চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে আবেদন Mamata'র

KIFF 2024: ‘বাংলায় এসে সিনেমা করুন’, চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে আবেদন Mamata’র

শুরু হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2024)। আর এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে যেন বসেছিল চাঁদের হাট! ডোনা গঙ্গোপাধ্যায়ের ‘দীক্ষামঞ্জরী’ উদ্বোধনী নৃত্য পরিবেশনা করে। তারপর একে একে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়েরা।

কতদিন চলবে ছবির উৎসব?

উল্লেখ্য, ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব (KIFF 2024)। ৪১টি দেশের ১৪১টি সিনেমা দেখানো হবে। এবারের ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপার্সন গৌতম ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, দেব, শত্রুঘ্ন সিনহা, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতারা। এবারের উৎসবে তপন সিনহার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করা হয় গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্রদের উদ্দেশে।

আরও পড়ুন: Iman Chakraborty-Oscar: অস্কারের দৌড়ে ইমন চক্রবর্তীর গান?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

বুধবার, মঞ্চে উপস্থিত আন্তর্জাতিক ব্যক্তিত্বদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার সঙ্গে কাজ করুন। বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে।”

এদিন, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের (KIFF 2024) সূচনা করেন সৌরভ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে সৌরভ বলেন, “এই নিয়ে আমি তৃতীয়বার আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এলাম। দিদিকে অনেক ভালোবাসা। উনি সবার খেয়াল রাখেন। মঞ্চে উপবিষ্ট সকলের আলাদা করে যত্ন নেন, কে, কোথায় বসে আছেন? কিংবা তাঁদের ঠিকমতো সংবর্ধনা দেওয়া হল কিনা, সব দিকে নজর থাকে দিদির। আর এটাই প্রমাণ করে দেয় যে, ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে মমতাদি কীভাবে জড়িয়ে রয়েছেন।”

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular