Sunday, February 16, 2025
HomeবিনোদনBig Boss 15 final ২৯-৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিগ বসের ফাইনাল

Big Boss 15 final ২৯-৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিগ বসের ফাইনাল

Big Boss 15 final এই মাসেই হতে চলেছে বিগ বসের ফাইনাল

ন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : শেষ হতে চলল বিগ বসের চলতি সিজন। ঘোষণা করে দেওয়া হল গ্র্যান্ড ফাইনালের দিনক্ষণ। জানুয়ারি ২৯ আর ৩০ তারিখ হবে ফাইনাল। তবে এবারের বিগ বস নিয়ে হতাশ দর্শকরা। কারণ কোনও প্রতিযোগী ঠিক ভাবে এবারের সিজনে দর্শকদের মনে দাগ কাটতে পারিনি।

এবারে মোট ৭ জন প্রতিযোগী পৌঁছলেন ফাইনাল সপ্তাহে। যা বিগ বসের ইতিহাসে প্রথম। বিগ বসের ইতিহাসে এই প্রথম পাঁচজনের বেশি প্রতিযোগী ফাইনালে। টিকিট টু ফিনালে জিতেছেন প্রতীক সেহজপাল, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, শমিতা শেট্টি, নিশান্ত ভাট আর রাখি সাওয়ান্ত। মিড উইক এভিকশনে বাদ যাবেন রশমি ও অভিজিতের মধ্যে কেউ একজন। সাতজন নিয়ে হবে এবারের ফাইনাল।

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular