Sunday, September 8, 2024
HomeBreakingNEET : নিট নিয়ে বড়সড় নির্দেশ Supreme Court-এর

NEET : নিট নিয়ে বড়সড় নির্দেশ Supreme Court-এর

নিট (NEET) নিয়ে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি, নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে National Testing Agency (NTA) এবং কেন্দ্রকে নোটিশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এইসভিএন ভাট্টির বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে এনটিএ এবং কেন্দ্রের কাছে জবাব চায় আদালত। আগামী ৮ জুলাই-এর মধ্যে এই জবাব চাওয়া হয়েছে।

শুনানি চলাকালীন ১৪টি পিটিশন শোনা হয়। এর মধ্যে ১০টি পিটিশন ফাইল করে ৪৯ জন পড়ুয়া এবং ছাত্র সংগঠন ‘Student Federation of India’. বাকি চারটি ফাইল করে NTA. তবে NEET কাউন্সিলিং-এর ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন : Indian Railways Recruitment : রেলে প্রচুর নিয়োগ, অতিরিক্ত ১৩ হাজার Assistant Loco Pilot পদের বিজ্ঞপ্তি

উল্লেখ্য, NEET পরীক্ষার পেপার ফাঁস মামলায় অভিযুক্তের স্বীকারোক্তি সামনে এসেছে। পুলিশের কাছে নথিভুক্ত জবানবন্দিতে তিনি বলেছেন, যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেই একই প্রশ্নপত্র পরীক্ষায় এসেছিল!

এদিকে, পুনরায় নিট পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী ২৩ জুন পুনরায় হতে চলেছে এই পরীক্ষা।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular