বৃহস্পতিবার কার্যত চিরুনি তল্লাশির পর শুক্রবার ধরা পড়ল সইফ আলি খানকে আক্রমণকারী (Saif Ali Khan Attack) ব্য়ক্তি। যদিও সিসি ক্যামেরাতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে, সেইই এই ব্যক্তি কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই এই ব্যক্তির খোঁজ পায় পুলিশ। সে স্টেশনে ইতস্ততভাবে ঘুরছিল। তার সন্দেহজনক গতিবিধি দেখে তাকে আটক করে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
তবে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। যেমন, এই ব্যক্তিই কি সেদিন হামলা করেছিল? ধৃত ব্যক্তি কি এক কোটি টাকা চেয়ে সইফের ওপর হামলা করেছিল? আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কি না, এমনই বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে জিজ্ঞাসাবাদের পরে।
প্রসঙ্গত, বুধবার রাতে নিজের বাড়িতেই ছুরিকাহত (Saif Ali Khan Attack) হন সইফ আলি খান। তাঁকে ৬ বার ছুরির কোপ মারা হয়। গুরুতর আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সইফের হাতে, ঘাড়ে, পিঠে গভীর ক্ষত তৈরি হয়। বর্তমানে অভিনেতা বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Saif Ali Khan: সার্জারির পর এখন ICU-তে সইফ আলি খান
এদিকে, মুম্বই পুলিশ অভিনেতার উপর হামলার ঘটনায় একটি এফআইআর দায়ের করে এবং অভিযোগকারী অর্থাৎ অভিনেতার ছোট ছেলে জেহর আয়ার বয়ান রেকর্ড করেছে।
তবে এতকিছুর মধ্যে এই প্রশ্ন কিন্তু বারবারই মাথাচাড়া দিচ্ছে যে এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে হামলাকারী (Saif Ali Khan Attack) অভিনেতার বাড়ির ভিতরে প্রবেশ করতে সক্ষম হল? তদন্তে পুলিশ।