এবার আরও বড় ধাক্কা খেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan) তথা ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খান। শুক্রবার পাক দুর্নীতি দমন আদালত আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে এবং ১৪ বছরের কারাদণ্ড দেয়।
কোন মামলায় সাজা?
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইমরানের (Imran Khan) বিরুদ্ধে জমি দুর্নীতির মামলা দায়ের করেছিল ন্যাহ। আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নাম করে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। শুক্রবার সেই মামলাতেই দোষী ঘোষণা করা হয় সস্ত্রীক ইমরান খানকে। ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে এবং তাঁর স্ত্রী বুশরা বিবির ৭ বছরের সাজা হয়েছে।
আরও পড়ুন: Donald Trump: মার্কিন পণ্যে কর বসানো নিয়ে ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের!
এছাড়া ইমরান খান (Imran Khan) এবং বুশরা বিবিকে ভারী জরিমানাও করা হয়েছে। জানা যাচ্ছে, ১ মিলিয়ন জরিমানা দিতে হবে ইমরানকে এবং তাঁর স্ত্রীকে দিতে হবে ০.৫ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় বলতে গেলে ইমরানকে দিতে হবে ১০ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীকে দিতে হবে ৫ লক্ষ টাকা।
তবে তাঁর (Imran Khan) বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির অভিযোগ খারিজ করেছেন ইমরান। তাঁর দাবি, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।