Wednesday, January 22, 2025
HomeBreakingMonali Thakur: মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মোনালি? কী হল হঠাৎ?

Monali Thakur: মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মোনালি? কী হল হঠাৎ?

কোচবিহারের দিনহাটায় মঙ্গলবার গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের (Monali Thakur)। জানা যায়, অনুষ্ঠানের মাঝেই অসুস্থবোধ করতে থাকেন তিনি। গান শেষ করার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।

কী জানা গিয়েছে?

২১ জানুয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। এদিন দিনহাটা সংহতি ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে আসেন মোনালি (Monali Thakur)।

আরও পড়ুন: Shakti Kapoor: শুধু সুনীল, মুস্তাকরা নন, অপহরণকারীদের নিশানায় ছিলেন শক্তি কাপুরও!

জানা যায়, অনুষ্ঠানের আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি (Monali Thakur)। কিন্তু অগ্রিম নেওয়ায় গান গাইতে ওঠেন তিনি। কিন্তু পরে অসুস্থতা বাড়তে থাকে। মোনালির দিদি মেহুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান-

Monali's sister Mehuli's Social Media Post
Monali’s sister Mehuli’s Social Media Post

এদিকে মোনালি ঠাকুরের (Monali Thakur) অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। তাঁর দ্রুত সুস্থতার কামনা করেছেন সকলে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পরবর্তী যে সব অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে তিনি কতটা পারফর্ম করতে পারবেন, সেই প্রশ্ন কিন্তু উঠছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular