Sunday, January 5, 2025
HomeBreakingPM Modi: নতুন বছরের শুরুতেই 'কল্পতরু' মোদী, আমজনতার জন্য বড় উপহার

PM Modi: নতুন বছরের শুরুতেই ‘কল্পতরু’ মোদী, আমজনতার জন্য বড় উপহার

জনসাধারণের নতুন বছর আনন্দে ভরে তুলতে একগুচ্ছ প্রকল্প নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, দিল্লির অশোক বিহারে সদ্য নির্মিত সরকারি ফ্ল্যাটগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং যোগ্যদের হাতে সেই সব ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হবে। সেই সঙ্গে বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপিত হবে আগামী ৩ এবং ৫ জানুয়ারি।

মোদীর কর্মসূচি

প্রধান প্রধান প্রকল্পগুলির মধ্যে রয়েছে নৌরজি নগরে তৈরি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এবং সরোজিনী নগরে সরকারি কোয়ার্টারের চাবি প্রদান। এছাড়া শহরের উন্নয়নে প্রধানমন্ত্রী বেশ কিছু ঘোষণা করবেন বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, শুক্রবারের অনুষ্ঠানে ১,৭০০ তৈরি ফ্ল্যাটের এক চতুর্থাংশ ফ্ল্যাট সরকারি কর্মীদের দেওয়া হবে।

আরও পড়ুন: Mann Ki Baat: বছরশেষে ‘মন কি বাত’-এ কী বললেন মোদী?

এছাড়া রবিবার মোদী Rithala-Kundli মেট্রো লাইনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিল্লি মট্রোর ফেজ-৪ প্রোজেক্টের অংশ এই ২৬.৫ কিলোমিটার করিডোর। এটি দিল্লি এবং হরিয়ানার যোগাযোগ আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। এই প্রোজেক্টের জন্য চার বছর সময় লাগতে পারে। খরচের খাতে ৬,২৩০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এদিকে নতুন বছরের প্রথম দিনে কৃষকদের জন্যও বড় ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্পকে এবার ঢেলে সাজবে কেন্দ্রীয় সরকার।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular