আবহাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে ফের হাজির নিম্নচাপ। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কী বলছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে এই নিম্নচাপ। এর প্রভাবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, বুধের সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: West Bengal Weather: একটানা বৃষ্টিতে পুজোর মুখে ভাসবে বাংলা?
জানা গিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে।
উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।