২০২৫ সালের অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে ইমন চক্রবর্তীর (Iman Chakraborty-Oscar) একটি বাংলা গান! গোটা বিশ্ব থেকে ৮৯টি গান এবং ১৪৬টি আবহসঙ্গীত এই মনোনয়নের তালিকায় জায়গা পেয়েছে! বিনোদন জগতের এই খবরে দিনভর ছেয়ে গিয়েছিল সংবাদ মাধ্যম।
কী পোস্ট করলেন পরিচালক সুমন ঘোষ?
তবে এই আবহেই পরিচালক সুমন ঘোষের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নতুন করে হইচই শুরু হয়ে যায়। কারণ পরিচালক জানান যে, ইমনের গান সবেমাত্র ঝাড়াই-বাছাই পর্বে রয়েছে, তা মনোনয়ন পায়নি। এমনকি মনোনয়ন পর্বের ভোটাভুটিও শুরু হয়নি। মনোনয়নের শর্টলিস্ট ঘোষণা হবে আগামী ১৭ ডিসেম্বর।
আরও পড়ুন: Laapataa Ladies: জাপানে ‘পাঠান’, ‘সালার’কে পিছনে ফেলে বক্স-অফিসে ঝড় তুলল ‘লাপতা লেডিজ’
তবে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটি মনোনয়ন পেলে, এই প্রথম কোনও বাঙালি গায়িকার (Iman Chakraborty-Oscar) গান অস্কারের দৌড়ে সামিল হবে।
এই ‘পুতুল’ ছবিটি পশশিশুদের গল্প তুলে ধরেছে, যে শিশুরা ভিক্ষা করে, সিগন্যালে গাড়ি দাঁড়ালে হাত পাতে, সেই সব ছোট ছোট শিশুদের কথা ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি সমাজের প্রতি মানুষের দায়-দায়িত্ব, চেতনাবোধকে নিয়েও বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে ছবিতে।
প্রসঙ্গত, ইমনের গানের (Iman Chakraborty-Oscar) মতোই, বিক্রম ঘোষের ‘ব্যান্ড অফ মহারাজাস’ ছবির গানও এই দৌড়ে রয়েছে, যার পরিচালক গিরিশ মালিক। তবে এই তালিকা চূড়ান্ত মনোনয়ন নয়, এর থেকেই ফাইনাল চূড়ান্ত মনোনয়নের তালিকা তৈরি হবে।