বৃহস্পতিবার মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল নতুন ইনিংস। তৃতীয়বারের মতো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ (Maharashtra CM Oath-Ceremony) নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এনসিপি (জাতীয় কংগ্রেস পার্টি) প্রধান অজিত পাওয়ার এবং শিবসেনা প্রধান একনাথ শিন্ডে। প্রায় দু’সপ্তাহের টান টান উত্তেজনার পর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে নিমরাজি একনাথ শিন্ডে নিজের অবস্থান থেকে সরে আসেন বলে জানা যায়।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের দায়িত্ব ফড়নবীসের হাতে আসবে কিনা সেই নিয়ে রাজনৈতিক মহলে আগে থেকেই কানাঘুষো চলছিল। এর মাঝে আবার শিবসেনার তরফ থেকে দাবি করা হয় যাতে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী পদে রাখা হয় সেই বিষয়ে। তবে শেষ পর্যন্ত তা হয়নি।
আরও পড়ুন: Gautam Adani Row: ‘আজই আদানিকে গ্রেফতার করা হোক,’ দাবি Rahul Gandhi’র
প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮-র মধ্যে ২৩৩টি আসনে জয় পায় মহায্যুতি জোট। এরমধ্যে বিজেপি একাই ১৩২টি আসনে জয়লাভ করে। এদিন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ (Maharashtra CM Oath-Ceremony) নিয়েই ‘বদলা নয়, বদলের’ বার্তা দেন ফড়নবীস।
বৃহস্পতিবার বিকেলে শপথগ্রহণের (Maharashtra CM Oath-Ceremony) পর সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বদলের রাজনীতি হলেও প্রতিহিংসার রাজনীতি হবে না।”
তিনি আরও জানান, আগামী ৭ ডিসেম্বর থেকে মহারাষ্ট্র বিধানসভায় তিন দিনের বিশেষ অধিবেশন শুরু হবে। ৯ ডিসেম্বর নির্বাচিত হবেন নতুন স্পিকার। এর পাশাপাশি, চলতি মাসের শেষে বিধানসভার শীতকালীন অধিবেশনের আগেই শপথ নেবেন অন্যান্য মন্ত্রীরা।