Coalmine landslide kills 3 অবৈধ কয়লা খনিতে ৯ শ্রমিকের মৃত্যু, প্রায় ১২ জনের আটকে থাকার আশঙ্কা,এলাকা মাফিয়াদের কবলে
তৃনাঞ্জন চট্টোপাধ্যায়, ইন্ডিয়া নিউজ বাংলা, আসানসোল: ফের অবৈধ ভাবে কয়লা কাটতে গিয়ে মৃত্যু বাংলা ঝাড়খণ্ডের সীমান্ত এলাকা নির্ষায়। মঙ্গলবার ভোরে ই সি এলের সিবি এরিয়া তে অবৈধ ভাবে কয়লা কাটার সময় কয়লার চাঙর ভেঙে পড়ে ও ধস নামে। ধসে চাপা পরে যায় প্রায় ২২ জন। যার মধ্যে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে এখনও পর্যন্ত। আরো ৬ জনের নাম জানতে পারা গেছে এবং প্রায় ১২ জনের চাপা পরে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে কয়লাখনি উদ্ধারকারী দল। পৌঁছেছেন নির্ষা এলাকায় প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জি।
অরূপ চ্যাটার্জি জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে কয়লা কাটা ও উত্তোলনের কাজ চলছে। কারা মাসিক টাকা নেয় বা কাদের আঙ্গুলি হেলনে এই অবৈধ ব্যবসা চলছে তাও সবার জানা। আজ ভোরে এই ঘটনা ঘটে। ৩ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। আরো চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেস্বর এলাকায় অবৈধ কয়লা কাটতে গিয়ে মৃত্যু হয়েছিল ৪ জনের।
সূত্রের খবর উক্ত কয়লা খনিতে অবৈধ ভাবে কয়লা কাটার জন্য পুরুলিয়া থেকে শ্রমিক নিয়ে আসা হয়। আর উত্তোলিত কয়লা আসানসোলের দিকে নিয়ে আসা হয়। সূত্রের খবর কিছুদিন আগে ঝাড়খণ্ডের দিক থেকে আসা ৩৪ টি অবৈধ কয়লার ট্রাক ধরেছিল আসানসোল পুলিশ।
Published by Samyajit Ghosh