ইন্ডিয়া নিউজ লখনউ
ভারতীয় জনতা পার্টি সব স্তরেই মহিলাদের এগিয়ে নিয়ে যায়। মহিলারা শক্তিশালী হলে তাদের আর ও সামনের সারিতে আনা হয়। বিজেপির সহ-সভাপতি বেবী রানি মৌর্য আজ লখনউতে ইন্ডিয়া নিউজ ‘মঞ্চ’ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেছেন।বিজেপি মহিলাদের উন্নতির জন্য কাজ করে। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি নিজেকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরে বলেন আমিই সবচেয়ে বড় উদাহরণ, যাকে বিজেপি রাজ্যপাল পর্যন্ত করেছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন উত্তরপ্রদেশের এবারের নির্বাচনে গতবারের চেয়ে এবার বেশি মহিলাদের টিকিট দেওয়া হবে। তাদের সভা সমাবেশে পর্যন্ত নিয়ে যাবে।
আরও পড়ুন : Aparna Yadav On India News Manch নির্বাচনের সময় মেয়েদের কথা মনে পড়ে : অপর্ণা যাদব
বেবী রানি মৌর্য বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। এর মধ্যে নারীদের উন্নয়ন ও হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানও দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি গ্রামের মহিলাদের জন্য বাড়িতে শৌচাগার তৈরি করেছে, গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে। বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে।এমনকি বিনামূল্যে বিদ্যুৎও দেওয়া হয়েছে। এই সব নারীদের জন্য বিনামূল্যে ঘরও করা হয়েছে। বিজেপি শুধু মুখে কথা বলে না, প্রতিশ্রূতি রক্ষাও করে।