সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা : কলেজের অধ্যক্ষকে মারধর করে কোপানোর চেষ্টার অভিযোগ উঠল কলেজেরই অ্যাকাউন্টেন্টের বিরুদ্ধে। সোমবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। অভিযুক্ত অ্যাকাউন্টেন্টের নাম রণপতি রায়। পুলিশ তাঁকে আটক করেছে।
কলেজ অধ্যক্ষ ও কর্মীরা জানিয়েছেন, সরকারি বিধিনিষেধের কারণে কলেজে পড়ুয়ারা আসছে না৷ ৫০ শতাংশ কর্মী নিয়ে মহাবিদ্যালয়ের অফিস নিয়মিত চলছে। অভিযোগ বেলা সাড়ে ১১টা ৩০ নাগাদ হঠাৎ কলেজ অধ্যক্ষ অর্ণব ঘোষের ঘরে ঢোকেন অভিযুক্ত অ্যাকাউন্টেন্ট। ঘরের দরজা আটকে অধ্যক্ষকে মারধর করতে থাকেন তিনি৷ চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে অন্যান্য কর্মীরা দরজা ভেঙে ঘরে ঢোকেন।
অধ্যক্ষকে মারধর করে কোপানোর চেষ্টা গোপালনগরে Violence at Jogendranath Mandal Memorial College in Gopalnagar
কলেজের শিক্ষককর্মী তপন মণ্ডল ও প্রদীপ সরকার বলেন, আমরা অধ্যক্ষর চিৎকারের আওয়াজ শুনে দরজা ভেঙে ঢুকে দেখি অভিযুক্ত তাঁকে মারধর করছে৷ আমরা ঠেকাতে গেলে তাঁর কাছে থাকা দা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তি করে অ্যাকাউন্টেন্ট রণপতি রায়ের হাত থেকে দা কেড়ে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপাল নগর থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা ছড়িয়েছে।
——-
Published by Subhasish Mandal