সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : ফরেস্ট লাগোয়া বস্তিবাসীদের রাতের ঘুম কেড়েছে দাঁতাল হাতি বায়া গণেশ। আঁধার নামতেই দাঁতালটি তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে। ঘরবাড়ি ভেঙে সাবাড় করছে মজুত করা খাবার। রবিবার ভোররাতে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোরা-২নং গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকা হানা দিয়ে তিনটি বাড়ি ভাঙল হাতিটি। আর এর জেরেই আতঙ্ক গোটা এলাকায়।
দেওমালিতে দাঁতালের তাণ্ডবে ভাঙল তিনটি বাড়ি Elephant attack in Dhupguri
এদিন ভোর নাগাদ হঠাৎ জোরে আওয়াজ। জানালা দিয়ে উঁকি মারতেই বাড়ির মালিকের চক্ষু চড়কগাছ। দুয়ারে হাজির এক মস্ত দাঁতাল। চার সন্তানকে নিয়ে প্রাণে বাঁচলেন সস্ত্রীক মোজাফফর মিঞা। পাশাপাশি আরও দুটি বাড়ির শোওয়ার ঘরের বেড়া ভেঙে দিয়ে মজুত ধান, চাল সাবাড় করে দেয় দাঁতাল হাতিটি। এরপর এলাকাবাসীর চিৎকারে নদী পার হয়ে জঙ্গলে ফিরে যায় হাতিটি।
নিত্যদিন হাতির উৎপাতে অতিষ্ট হয়ে বন দফতরের বিরুদ্ধে প্রশ্ন তুললেন গ্রামের মানুষজন। তাদের অভিযোগ, বনের ভেতরে এখন খাবারের সংকট থাকায় জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসছে হাতির দল। ঘটনার খবর পেয়ে সকাল ১০টা নাগাদ ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে সাহায্যের আশ্বাস দেন সোনাখালি বিটের বিট অফিসার। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ক্ষতিপূরণের আবেদন করলে বন দফতরের নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা হবে।
——-
Published by Subhasish Mandal