Friday, November 8, 2024
HomeGANGASAGARSanitizing at Gangasagar Mela সুরক্ষাবলয়ে মোড়া গঙ্গাসাগর, কোভিড সতর্কতায় স্যানিটাইজিং কপিল মুনির...

Sanitizing at Gangasagar Mela সুরক্ষাবলয়ে মোড়া গঙ্গাসাগর, কোভিড সতর্কতায় স্যানিটাইজিং কপিল মুনির মেলায়

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : কঠোর করোনাবিধির মধ্যে গঙ্গাসাগর মেলার আয়োজনে সায় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষে চলতি বছরে সাগরমেলা আয়োজনে সম্মতি মেলায় বসে নেই রাজ্য প্রশাসনও। সেই আবহে কপিল মুনির মন্দির চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় দমকল দিয়ে শুরু হয়েছে  স্যানিটাইজেশনের কাজ।

কোভিড সতর্কতায় স্যানিটাইজিং কপিল মুনির মেলায় Sanitizing at Gangasagar Mela 

আরও পড়ুন : Corona awareness message in Kaliyaganj municipality ঢাক বাজিয়ে করোনা সচেতনতা! সাবিকয়ানার ছোঁয়া কালিয়াগঞ্জ পৌরসভায়, দেখুন ভিডিও

এবারের সাগরমেলায় কোভিড সুরক্ষা বাড়াতে পর্যাপ্ত পরিমাণ আধুনিক সুরক্ষা রাখা হয়েছে বলে জানালেন বিডিও সুদীপ্ত মণ্ডল। বিডিও জানিয়েছেন, ‘সতর্কতা হিসাবে কোভিড হাসপাতালে ১০০-র বেশি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মাস্ক ও চিকিত্‍সা সরঞ্জামের ব্যবস্থা যেমন রাখা হয়েছে, তেমনি প্রস্তত রাখা হয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সও। ইতিমধ্যেই সাগর ব্লকের ১৫ জন ব্যক্তিকে উদ্ধার করে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজও ১০০% শেষ হয়েছে।’

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular