অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ার বিরল ঘটনায় খুশির হাওয়া। দিনহাটা জড়াবাড়ি এলাকার এক মহিলা দিনহাটার একটি নার্সিংহোমে চিকিৎসক উজ্জ্বল আচার্যের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন। মহিলার স্বামী বিপুল শর্মা জানান, আমার স্ত্রী সুনিতা দাস শর্মা গর্ভবতী হওয়ার পর থেকেই চিকিৎসকদের পরামর্শ নিয়েছিলাম। কয়েক মাস চিকিৎসার পর আল্ট্রাসোনোগ্রাফিতে গর্ভে তিনটি সন্তান আছে জানতে পারি। সকলেই সুস্থ রয়েছে। বেশ ভালো লাগছে, পরিবারেও সকলে খুশি।
একসঙ্গে তিন সন্তানের জন্ম Three children were born together in Dinhata
চিকিৎসক উজ্জ্বল আচার্য জানান, জড়াবাড়ির বাসিন্দা সুনিতা দাস শর্মাকে তাঁর স্বামী বিপুল শর্মা কয়েক মাস আগে আমার কাছে নিয়ে আসে। শুরুতেই আলট্রাসোনোগ্রাফির মধ্য দিয়ে জানা যায় সুনিতার গর্ভে তিনটি সন্তান রয়েছে। ডাক্তারি পরিভাষায় এই অবস্থাকে বলে হাইরিক্স প্রেগনেন্সি বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। তিন বছর আগে অস্ত্রোপচার করে সন্তান প্রসব হয়। আবারও দ্বিতীয়বার গর্ভবতী হয়ে পড়লে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায় তিন সন্তান রয়েছে।
এদিন সিজারিয়ান সেকশনের মাধ্যমে ওই মহিলার তিনটি শিশু সন্তান প্রসব হয়। মা ও শিশুরা সকলেই সুস্থ রয়েছে।
Published by Subhasish Mandal