পলাশ চক্রবর্তী, হুগলি, ইন্ডিয়া নিউজ বাংলা : চন্দননগর কর্পোরেশনের অন্যতম সমস্যা নিকাশি ব্যবস্থা। এখানের বেশ কয়েকটা ওয়ার্ডে নিকাশি সমস্যা আজ চরমে। অল্প বৃষ্টিতে জল জমে যাওয়া, বড় নালার মুখ বন্ধ, মশার উপদ্রব চরমে, রোগের আঁতুড়ঘর– সব কিছুই নিকাশি সমস্যার অন্যতম দিক।
বেহাল নিকাশিই অন্যতম সমস্যা Drainage system is main problem in Chandannagar
গড়ের ধার চন্দননগর কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের অংশটি আবর্জনার স্তূপ। পচা দুর্গন্ধে স্থানীয় মানুষদের প্রাণ ওষ্ঠাগত। স্থানীয় মানুষদের অভিযোগ, আগে গড় মাঝে মধ্যে পরিষ্কার হত, কিন্তু এই বোর্ডের আমলে গড়ের আবর্জনা পরিষ্কার হয় না। এখানকার নোংরা জল মানুষ ব্যবহার করেন। এক সময় গড়ে নৌকা চলত কিন্তু বর্তমানে যত দিন যাচ্ছে গড় ততই ছোট হয়ে যাচ্ছে। গড় বুজিয়ে ক্রমশ তৈরি হয়ে যাচ্ছে বাড়ি।
পুর বোর্ড ভেঙেছে আড়াই বছরের বেশি, এমনিতেই মানুষ অভিযোগ করেছেন প্রশাসক মণ্ডলী সেই অর্থে কাজ করেননি চন্দননগরজুড়ে। এই গড় দেখতে বহুবার এসেছেন কর্পোরেশনের আধিকারিকরা কিন্তু ওই অবধিই। কাজের কাজ কিছুই হয়নি।
আরও পড়ুন : Covid situation in Jalpaiguri town করোনা জাঁকিয়ে বসছে জলপাইগুড়ি শহরে, উদ্বেগে পৌর প্রশাসন
——-
Published by Subhasish Mandal