Sunday, November 24, 2024
Homeরাজ্যদক্ষিণ দিনাজপুরLawyers and clerks strike in Gangarampur court গঙ্গারামপুর আদালত স্থানান্তরের দাবিতে 'পেন...

Lawyers and clerks strike in Gangarampur court গঙ্গারামপুর আদালত স্থানান্তরের দাবিতে ‘পেন ডাউন’ আইনজীবী ও ল’ক্লার্কদের

পীযূষ সরকার, দক্ষিণ দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : ভাড়া বাড়ি থেকে নিজস্ব নতুন ভবনে আদালত স্থানান্তরের দাবিতে ‘পেন ডাউন’ আইনজীবী ও ল’ক্লার্কদের। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহুকুমা আদালতের ঘটনা। এদিন মহকুমা আদালতের আইনজীবী ও মুহুরিরা কর্মবিরতি পালন করায় আদালতের স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যায়। ফলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষেরা আদালতের কাজকর্ম না করতে পেরে হতাশ হয়ে ফিরে গেলেন।

Lawyers and clerks strike in Gangarampur court গঙ্গারামপুর আদালত স্থানান্তরের দাবিতে ‘পেন ডাউন’ আইনজীবী ও ল’ক্লার্কদের

গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবীমহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুরের একটি ভাড়া বাড়িতে চলছে। আদালতের নিজস্ব ভবন তৈরির জন্য ২০১৫ সালে ভবন তৈরির কাজ শুরু হয় বুনিয়াদপুরে। ইতিমধ্যে ওই ভবনের কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ভাড়া বাড়ি থেকে আদালত নতুন ভবনে স্থানান্তর করা হয়নি।

আরও পড়ুন : unmasked people detained in Usthi Police Station area মাস্কবিহীন গাড়িচালক ও যাত্রী আটক উস্তিতে

আইনজীবীদের অভিযোগ, করোনা আবহে ভাড়াবাড়িতে অল্প জায়গায় ঠাসাঠাসি ভিড়ে বসে কাজ করা অসুবিধে। নতুন ভবন তৈরি হয়ে গেলেও এখনও স্থানান্তর করা হচ্ছে না। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। সেই দাবিতে এদিন কর্মবিরতি পালন করা হয়।

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular