Mamata Banerjee নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে কী বললেন মুখ্যমন্ত্রী এক নজরে দেখে নিন
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : করোনা আবহে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে তিনি ঠিক আর কী বলেছেন একনজরে দেখে নিন-
* রাজ্যে কোভিড লাফিয়ে লাফিয়ে বাড়ছে
* আগামী ১৫ দিন সকলকে সতর্ক থাকতে হবে
* মারাত্মক না হলেও সংক্রমণের হার খুব বেশি
* সকলে মুখে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন
* বাইরে বার হলে মাথা ঢেকে রাখুন
* বাড়িতে একজন করোনা আক্রান্ত হলে সকলে আইসোলেসনে থাকুন
* ৩-৫ দিন জ্বর থাকছে
* ৭ দিন আইসোলেশনে থাকার কথা বলেছে কেন্দ্র
* আমার গাড়ির চালকও করোনা আক্রান্ত
* আমাদের আরও করোনা ভ্যাকসিন দরকার
* রাজ্যে ১৯৪টি হাসপাতাল করোনার জন্য চিহ্নিত করা হয়েছে
* প্রতিদিন ৬০ হাজারের বেশি করোনা পরীক্ষা হচ্ছে রাজ্যে
* হোম আইসোলেশনে ৩০ হাজারের বেশি মানুষ
* প্রয়োজন ছাড়া অযথা কোথাও ভিড় করবেন না
* করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী