সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : খেজুরিতে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। জখম চারজনকে স্থানীয় জনকা হাসপাতালে নিয়ে নিয়ে গেলে দু জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত চারজনের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে খেজুরি-২ ব্লকের অন্তর্গত জনকা গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ভাঙনবারি গ্রামে। স্থানীয়দের দাবি, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে। আচমকা বিকট আওয়াজ শুনে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে। চিৎকার শুনে ছুটে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করা। আহতরা হলেন অনুপ দাস, কঙ্কন করণ। বাকি দুজন আহতের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। আপাতত বাড়িটিকে সিল করে দিয়েছে পুলিশ। ফরেনসিক দল এসে বিস্ফোরণের তদন্ত করবে বলে জানা গেছে।
খেজুরিতে বাড়িতে বিস্ফোরণ! তদন্তে ফরেন্সিক দল Blast in Khejuri at East Midnapore
বিস্ফোরণের খবরে প্রচার হতেই রাজনৈতিক রং চড়তে শুরু করেছে। বোমা বাঁধতে গিয়েই তৃণমূল কর্মীরা জখম হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
——-
Published by Subhasish Mandal