Monday, November 25, 2024
Homeরাজ্যদক্ষিণ দিনাজপুরCovid Vaccination of students aged 15 to 18 years ১৫ থেকে ১৮...

Covid Vaccination of students aged 15 to 18 years ১৫ থেকে ১৮ বছর বয়সিদের করোনার টিকা, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট হাইস্কুলে টিকাকরণ ২০০ পড়ুয়াকে

পীযূষ সরকার, দক্ষিণ দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : সরকারি ঘোষণা মতো সোমবার সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে শুরু হল স্কুল পড়ুয়াদের কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। সোমবার সকাল থেকে জেলার একাধিক স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সি পড়ুয়াদের কোভ্যাকসিন দেওয়া শুরু হয়। এদিন বালুরঘাট হাইস্কুলে প্রায় ২০০ জন পড়ুয়াকে টিকাকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের বিশেষ নজরদারিতে শুরু হয়েছে এই টিকাকরণ শিবির৷

১৫ থেকে ১৮ বছর বয়সি পড়ুয়াদের কোভ্যাকসিন দেওয়া শুরু Covid Vaccination of students aged 15 to 18 years

আরও পড়ুন : Trains will stop at 7pm in West Bengal সন্ধে সাতটাতেই বন্ধ হবে ট্রেন! তবে চলবে কিছু স্পেশাল, সবাই উঠতে পারবেন তো?

করোনার তৃতীয় ঢেউ যখন বিশ্বজুড়ে আছড়ে পড়েছে সে সময়ে দেশে ১৫ থেকে ১৮ বয়সিদের কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মতো রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাজুড়েও স্কুল পড়ুয়াদের টিকাকরণের কাজ শুরু হল। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, জেলার প্রায় ৮টি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই টিকাকরণ দেওয়া হবে। জেলার প্রতিটি ব্লকের একটি করে স্কুলে এই শিবির চলবে৷ যেখানে প্রত্যেক টিকাকরণ শিবির থেকে ২০০-র বেশি টিকাকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এদিকে যত দ্রুত নির্দিষ্ট বয়সের কিশোর-কিশোরীদের টিকা দেওয়া যায় তার চেষ্টা চালাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসন।

————-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular