সাম্যজিৎ ঘোষ, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : বর্ষশেষ এবং এবং নতুন বছরের ছুটি উদযাপন দারুণভাবে করছেন লিওনেল মেসি । দেখেই বোঝা যাচ্ছে তাঁর মাথা থেকে চাপ অনেকটাই কমে গেছে। স্ত্রী অন্তোনেলার সঙ্গে শুধু কোমর দোলানোই নয়, গলাও মেলালেন।
২৮ বছর পর কোপা আমেরিকা জয় এবং তারপর সপ্তম ব্যালন ডি’অর জয়, অনেকটাই হালকা করে দিয়েছে মেসিকে। তাই গলা ছেড়ে গান গাইছেন মেসি।
Published by Subhasish Mandal