Joya Ashan নতুন ভূমিকায় জয়া
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: নিজের অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলাকে এক সুতোয় বেধেছেন অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলা মানুষের কাছে তিনি সমানভাবে জনপ্রিয়। তবে শুধু অভিনেত্রী হিসাবে নয়,সমাজ সচেতক হিসাবেও যথেষ্ট পরিচিত তিনি।
এবার তার মুকুটে নতুন পালক। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শুভেচ্ছা দূত মনোনীত হলেন জয়া।১ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য এই দায়িত্ব সামলাবেন তিনি।UNDP-র শুভেচ্ছা দূত হিসাবে জয়া SDG অর্জনে সচেতনতা বাড়াতে কাজ করবেন। এছাড়াও দারিদ্র্য, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, সহনশীলতা,পরিবেশ, জ্বালানি ও লিঙ্গ সমতা বিষয়ে কাজ করবেন তিনি। এর আগেও বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পর জয়ার বক্তব্য, দেশের জন্য কিছু করতে পারবো ভেবে সন্মানিত বোধ করছি।