সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : অনাস্থা ভোটের মাধ্যমে দীর্ঘদিনের বিজেপির দখলে থাকা পঞ্চায়েত ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জয়ের পর সবুজ আবির ও তাসাপার্টির মাধ্যমে বিজয়োল্লাস করল তৃণমূল সমর্থকেরা।
BJP lost Gram Panchayat in Nadia অনাস্থা ভোটে হার বিজেপির, দোগাছি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে
আরও পড়ুন : KMC Mayor Firhad Hakim দ্বিতীয়বারের জন্য কলকাতার মেয়র হিসাবে শপথ নিলেন ফিরহাদ হাকিম
উল্লেখ্য দোগাছি গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ২৮। এর আগে পঞ্চায়েত নির্বাচনে সেখানে বিজেপির ১৬ জন পঞ্চায়েত সদস্য জয়লাভ করেন। আর ১২ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়লাভ করেন। স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে বিজেপি দোগাছি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে। এরপরে তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য মারা যাওয়ার পর মোট আসন সংখ্যা হয়ে দাঁড়ায় ২৭। গত ১৫ ডিসেম্বর বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের তরফে ওই গ্রাম পঞ্চায়েতের অনাস্থা ডাক দেওয়া হয়। সেইমতো প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ দোগাছি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা নির্বাচন হয়। নির্বাচনের ফলাফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ এবং বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ায় ১১। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে বোর্ড গঠন করল দোগাছি গ্রাম পঞ্চায়েতে।
তৃণমূলের অঞ্চল সভাপতি তথা নবনির্বাচিত প্রধান দেবাশিস সরকার বলেন, ‘আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে তৃণমূল বোর্ডের মূল লক্ষ্য। উন্নয়নের মধ্যে দিয়ে যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাবে তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যরা।’
————–
Published by Subhasish Mandal