প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : ডুয়ার্সের চা শ্রমিক মহল্লাগুলিতে জল সমস্যা বহুদিনের। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (Siliguri Jalpaiguri Development Authority) নিজস্ব উদ্যোগে বেশকিছু চা বাগান এলাকায় জল প্রকল্পের উদ্যোগ নিয়েছে। এবার মাল (Mal) ব্লকের মীন গ্লাস চা বাগানে (Meenglas Tea Garden) ১ কোটি ৮২ লক্ষ ৪ হাজার ৩২২ টাকার জল প্রকল্পের কাজের সূচনা করা হল। বাগানের কারখানা লাইনে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমে এ কাজের সূচনা করা হয়।
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বক্তব্য, এই জল প্রকল্পের কাজ ছয় মাসের মধ্যে শেষ করা হবে। বাগানের ৫৫০টি পরিবারের ২ হাজার ৭৫০ জন বাসিন্দা প্রকল্পের আওতায় আসবে। অনুষ্ঠানে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক (Bulu Chik Baraik), শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Drinking water project in Meenglas Tea Garden area of Mal Block মীন গ্লাস চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পের সূচনা
মন্ত্রী বুলু চিক বড়াইক বলেন, ‘সর্বত্রই জল সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা বিধানসভা নির্বাচনের পূর্বে চা বাগান এলাকায় জল সমস্যা নিরসনের উদ্যোগ নিয়েছিলাম। সেই মোতাবেকই কাজ করা হচ্ছে। জল প্রকল্পের বিদ্যুতের অর্থ যাতে শ্রমিক বাসিন্দাদের বহন করতে না হয় তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্প নিয়েও কাজ চলছে।’ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ‘আমরা চা বাগানে জল সমস্যা সম্পর্কে অবগত। এখানে জলস্তর অনেকটাই নীচ দিয়ে প্রবাহিত। আমরা তাই গুরুত্ব সহকারে বাগানগুলোতে জল সমস্যা নিরসনের উদ্যোগ নিয়েছি। মাল ব্লকের কুমলাই চা বাগানে ইতিমধ্যে জল প্রকল্প করা হয়েছে। রাঙ্গামাটি চা বাগান প্রকল্প হয়েছে। এবার মীন গ্লাস চা বাগানেও জল প্রকল্প কাজ হল। আমরা জনগণের সমস্যার সমাধান করতে চাই।’
———–
Published by Subhasish Mandal