Monday, November 25, 2024
Homeওয়েস্ট বেঙ্গল29 students of Kendriya Vidyalaya in Kalyani are Covid Positive করোনা পজিটিভ...

29 students of Kendriya Vidyalaya in Kalyani are Covid Positive করোনা পজিটিভ ২৯ জন ছাত্রছাত্রী, উদ্বেগে কল্যাণীর কেন্দ্রীয় বিদ্যালয়

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : একই স্কুলের ২৯ জন ছাত্রছাত্রী করোনা আক্রান্ত। নদিয়ার কল্যাণী জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ঘটনা। নদিয়ার কল্যাণী জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। সংক্রমণে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে খবর, দিন দুয়েক আগে ২ ছাত্রের মধ্যে জ্বর ও সর্দি-কাশির লক্ষণ দেখা যায়। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ২ ছাত্রকে করোনা টেস্ট করানোর জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহের পর ২ ছাত্রের করোনা পজিটিভ ধরা পড়ে। এদিকে ওই ২ ছাত্র যেহেতু স্কুলের প্রতিটি ছাত্রছাত্রীর সংস্পর্শে এসেছিল তাই স্কুল কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে। ২ দিন আগে জেলা স্বাস্থ্য দফতর স্কুলের মধ্যে আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা করা হয়। মোট ৩২৪ জনকে করোনা পরীক্ষা করার পর ২৯ জন ছাত্রছাত্রীর পজিটিভ রিপোর্ট আসে।

একই স্কুলের ২৯ জন ছাত্রছাত্রী করোনা পজিটিভ (29 students of Kendriya Vidyalaya in Kalyani are Covid Positive)

জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ বলেন, ‘যাদের করোনা সংক্রমণ পরীক্ষা করার জন্য নমুনা নিতে বাকি ছিল তাদেরও আজ টেস্ট করিয়েছি। আগামী দিনে তাদের রিপোর্ট এলে বোঝা যাবে আরও করোনা সংক্রমণ রয়েছে কিনা।’ পাশাপাশি তিনি বলেন, ‘আপাতত স্কুল খোলা থাকবে। ভবিষ্যতে আমরা রিপোর্ট দফতরে পাঠাব এবং তারা যা নির্দেশ দেয় সেই ভাবে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

————-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular