শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : কলকাতা পুরসভা নির্বাচনে কার্যত ধুয়েমুছে সাফ হতে চলেছে বিরোধীরা। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁত ফোটাতে পারল না বিরোধীরা। এখনও পর্যন্ত ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টি ওয়ার্ডের ভোট গণনার ট্রেন্ডিংয়ে দেখা যাচ্ছে ৯৯টিতে তৃণমূল কংগ্রেস, ৪টিতে বিজেপি, ২টিতে বামেরা, ২টিতে কংগ্রেস এবং ১টিতে নির্দল প্রার্থীরা এগিয়ে। এদিকে ভোটের ফলে তৃণমূলের এই জয়ের ধারার মাঝে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম।
লাল বাড়ি দখলের পথে তৃণমূল কংগ্রেস (KMC Election 2021)
৪৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক এগিয়ে, ৮৮ নম্বর ওয়ার্ডে গিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়, ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির সজল ঘোষ, ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পূজা পাঁজা, ৯১ নম্বরে এগিয়ে বৈশ্বানর চট্টোপাধ্যায়, ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে কাকলি সেন, ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে পরেশ পাল, ৪৮ এগিয়ে বিশ্বরূপ দে, ৫৬ নম্বরে এগিয়ে স্বপন সমাদ্দার, ৭৩ নম্বর এগিয়ে কাজরী বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ৮২ নম্বরে এগিয়ে ফিরহাদ হাকিম, ১০৯ ওয়ার্ডে এগিয়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়, ১৩১ ওয়ার্ডে এগিয়ে রত্না চট্টোপাধ্যায়।
বিপুল ব্যবধানে শাসক দল এগিয়ে যাওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি। ভোটের দিন সন্ত্রাসের অভিযোগ তুলে বিরোধীদের দাবি গণতন্ত্রের হত্যা করা হয়েছে। ভোটের দিন ছাপ্পা ভোট, হুমকির অভিযোগ তুলেছেন তাঁরা।