Sunday, November 3, 2024
HomeKASHIRopeway Journey Soon in Varanasi বারাণসীতে এবার চালু হচ্ছে রোপওয়ে

Ropeway Journey Soon in Varanasi বারাণসীতে এবার চালু হচ্ছে রোপওয়ে

বারাণসীতে এবার চালু হচ্ছে রোপওয়ে

ইন্ডিয়া নিউজ বাংলাঃ    কাশী বিশ্বনাথ ধাম এবং গঙ্গা ঘাটে যাওয়া পর্যটকদের যানজট থেকে মুক্তি দেওয়ার জন্য শীঘ্রই রোপওয়ে চালু হচ্ছে। রোপওয়ে  প্রকল্পের জন্য 24 ডিসেম্বর একটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ১৮ ডিসেম্বর টেন্ডার খোলা হওয়ার কথা থাকলেও এখন ২৪ তারিখে চূড়ান্ত দরপত্র খোলা হবে। সাতটি সংস্থা বারাণসীতে রোপওয়ের জন্য প্রাক-বিডের জন্য দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে চারটি সংস্থা লিখিতভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করার কথাও জানিয়েছে। তবে চূড়ান্ত দরপত্রেই পরিষ্কার হয়ে যাবে কার ভাগ্যে শিকে ছিঁড়বে।

 ‘ ট্রাফিক সঞ্জীবনী’  স্বপ্নের প্রকল্পের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে

কাশীর জন্য ট্রাফিক সঞ্জীবনী নামে এই স্বপ্নের প্রকল্পের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।

PPP মডেলে বারাণসীতে রোপওয়ে তৈরি করা হবে। এর মধ্যে ECL ম্যানেজমেন্ট SDHDHD, Doppelmayr, FIL এবং POMA নামের ফার্মগুলো লিখিতভাবে অংশ নিয়ে রোপওয়ে নির্মাণে তাদের ইচ্ছা প্রকাশ করেছে। এটি নির্মাণে ব্যয় হবে ৪১০ কোটি টাকা। রোপওয়েটি ক্যান্টনমেন্ট স্টেশন থেকে চার্চ স্কোয়ার পর্যন্ত চলবে এবং এতে মোট 4টি স্টেশন থাকবে। ভিডিএ সহ-সভাপতি ইশা দুহান জানিয়েছেন, ১৮ ডিসেম্বর দরপত্র খোলা যায়নি। এখন 24 ডিসেম্বর চূড়ান্ত দর করা হবে।

Published by Samyajit Ghosh

 

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular