Thursday, November 21, 2024
Homeওয়েস্ট বেঙ্গলGovernor Jagdeep Dhankhar voted in KMC election ভোট দিয়ে বেরিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল,...

Governor Jagdeep Dhankhar voted in KMC election ভোট দিয়ে বেরিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল, তোপ দাগলেন রাজ্য নির্বাচন কমিশনারের ওপর

শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : ফের রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাতের আবহ। নেপথ্যে বৃহস্পতিবার রাতে জারি করা রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের এক নির্দেশ। আর তাতেই কলকাতা পুরভোটে সস্ত্রীক ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সামনে রীতিমতো ক্ষোভের সুরেই বিঁধলেন রাজ্য নির্বাচন কমিশনারকে। অসন্তোষ ব্যক্ত করতে গিয়ে টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। নির্বাচন কমিশন থেকে জারি হওয়া সেই নির্দেশে লেখা ছিল ভোটের দিন জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা যাঁরা পান কেবল তাঁরাই নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন ভোটগ্রহণ কেন্দ্রে।

Governor Jagdeep Dhankhar voted in KMC election ভোট দিয়ে বেরিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল, তোপ দাগলেন রাজ্য নির্বাচন কমিশনারের ওপর

এদিন সকালে সস্ত্রীক প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে ভোট দেন রাজ্যপাল জগদীপ ধনকর। ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন বলেন, ‘গতকাল গভীর রাতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এক নির্দেশ জারি করেন। যেখানে বলা হয়, পোলিং বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র নিরাপত্তারক্ষীদের নিয়ে ঢুকতে পারবেন। আপনারা দেখেছেন, আমার নিরাপত্তারক্ষীরা সেই নির্দেশ যথাযথভাবে পালন করেছেন।’

রাজ্য নির্বাচন কমিশন থেকে জারি হওয়া সেই নির্দেশিকা। যা নিয়ে বিতর্ক তুললেন রাজ্যপাল।

রাজ্যপালের এই ক্ষোভের বহিঃপ্রকাশের কারণ রাজ্যে জেড প্লাস নিরাপত্তা পান মাত্র দুই জন। মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে রাজ্যপাল যে নিরাপত্তা পান তা জেড প্লাসের নীচে। সুতরাং নিরাপত্তারক্ষী নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে না পারাতেই তাঁর রাগ গিয়ে পড়ে স্বভাবতই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের উপর।

Governor Jagdeep Dhankhar voted in KMC election ভোট দিয়ে বেরিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল, তোপ দাগলেন রাজ্য নির্বাচন কমিশনারের ওপর

পাশাপাশি কলকাতা পুরভোটে হিংসার ঘটনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে গত নির্বাচনগুলির হিংসার প্রসঙ্গ টেনে আনেন রাজ্যপাল। তিনি বলেন, ‘২০১৮ সালের পঞ্চায়েত ভোট বা ২০১৯-এর লোকসভা ভোটে বহু ঘটনা ঘটেছে৷ সাম্প্রতিক বিধানসভা ভোট নিয়েও মানবাধিকার কমিশন অনেক কিছু বলেছে৷ তবে এখন ভোট চলছে, তাই আমি এ বিষয়ে আর কিছু বলব না।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular