Sunday, November 24, 2024
Homeওয়েস্ট বেঙ্গলVoting going on Kolkata Municipal Corporation elections লালবাড়ি দখলে নির্বাচন চলছে কলকাতা...

Voting going on Kolkata Municipal Corporation elections লালবাড়ি দখলে নির্বাচন চলছে কলকাতা শহরজুড়ে

শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা: দীর্ঘ প্রতীক্ষার পর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে কলকাতা পৌরসভার নির্বাচন। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে শহরকে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর প্রতি ঘন্টায় শহরের নিরাপত্তা নিয়ে আপডেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে। আজ ভোট হচ্ছে ১৬টি বরোর মোট ১৪৪টি ওয়ার্ডে। মোট বুথের সংখ্যা ৪ হাজার ৯৫৯। কমিশন সূত্রে আরও খবর, ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬।

Voting going on Kolkata Municipal Corporation elections লালবাড়ি দখলে নির্বাচন চলছে কলকাতা শহরজুড়ে

এদিকে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হতেই শহরের নানান প্রান্ত থেকে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। শিয়ালদার টাকি গার্লস হাই স্কুলের সামনে কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শাসক দলের দিকে অভিযোগ তুলে পথ অবরোধ করে কংগ্রেস কর্মীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বেলেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডের খান্না হাইস্কুলে সিসিটিভি ক্যামেরা ঢেকে রাখার অভিযোগ তুলেছেন বামেরা। অভিযোগ অস্বীকার করে প্রিসাইডিং অফিসারের দাবি, বুথের সব সিসিটিভি চালু রয়েছে।

Voting going on Kolkata Municipal Corporation elections লালবাড়ি দখলে নির্বাচন চলছে কলকাতা শহরজুড়ে

অন্যদিকে, অন্যদিকে গড়িয়ার ১১০ নম্বর ওয়ার্ডের ব্রিজি এটি নস্কর স্কুলে সিপিএম এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এখানেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সবমিলিয়ে এখনও পর্যন্ত উত্তেজনার আবহে ভোট চলছে কলকাতা মহানগরীতে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular