Sunday, November 24, 2024
Homeরাজ্যOmicron Alert India ব্রিটেনের পরিস্থিতি তৈরি হলে প্রতিদিন ১৪ থেকে ১৫ লক্ষ...

Omicron Alert India ব্রিটেনের পরিস্থিতি তৈরি হলে প্রতিদিন ১৪ থেকে ১৫ লক্ষ সংক্রমণ ভারতে: নীতি আয়োগ

ইন্ডিয়া নিউজ বাংলা : করোনা সংক্রমণের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যেভাবে ইউরোপে পা রাখছে, তা যদি ভারতে হয় তাহলে এখানে প্রতিদিন লক্ষাধিক সংক্রমণের কেস আসবে। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে নীতি আয়োগের সদস্য ভি কে পল এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ব্রিটেনে প্রতিদিন ৮০ থেকে ৯০ হাজার করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। যদি ব্রিটেনের জনসংখ্যাকে ভারতের জনসংখ্যার দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে প্রতিদিন ১৪-১৫ লাখ নতুন সংক্রমণের সমান পরিস্থিতি রয়েছে।’

নতুন ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত ৯১টি দেশে পৌঁছেছে (Omicron Alert India)

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম ঘেব্রেসাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে যে, ‘ওমিক্রন সংক্রমণ এখন বিশ্বের ৯১টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে, ডেল্টার সর্বনাশ ইতিমধ্যে ইউরোপের অনেক দেশে যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইত্যাদিতে চলছিল। এখন ওমিক্রন যেভাবে ইউরোপে বাড়ছে, তা মহামারীর একটি নতুন পর্যায়ের দিকে ইঙ্গিত করছে। এটি ইতিমধ্যে অর্জিত ইমিউনিটি নিরপেক্ষ বলে মনে হচ্ছে।’

ভি কে পল বলেছেন যে, ‘ফ্রান্সে ৮০ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সেখানে দ্রুত সংক্রমণ বাড়ছে। ভারতের মতো দেশে জনসংখ্যার অনুপাতে ওমিক্রনের কেস সেখানে প্রতিদিন আসছে ১৩ লাখের সমান। নরওয়েতেও দ্রুত বাড়ছে এবং ১৮ শতাংশ নতুন সংক্রমণ পাওয়া গেছে।’

লক্ষণীয়, ব্রিটেনে টানা তৃতীয় দিনে সব রেকর্ড ভেঙে দিল করোনা। গতকাল সেখানে ৯৩ হাজার ৪৫টি নতুন সংক্রমেণর রিপোর্ট পাওয়া গেছে। একই সঙ্গে একদিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১। একদিন আগেও ব্রিটেনে ৮৮ হাজার সংক্রমণের খবর পাওয়া গেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে। একই সময়ে মহামারীতে প্রাণ হারিয়েছে ১ লক্ষ ৪৭ হাজার মানুষ। এদিকে গত ১৫ দিনে ভারতে ওমিক্রমণের সংখ্যাটা ১০০ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই নয়া ভ্যারিয়েন্টে সংক্রমণের খবর মিলেছে। ১৯টি জেলাকে ‘হাই রিস্ক’ বলে বিশেষ নজর রাখার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রক (Omicron Alert India)।

——————
Published by Subhasish Mandal


SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular