জয়দেব গুহ, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : পরশু, রবিবার কলকাতা পুরসভার নির্বাচন। তার আগে বৃহস্পতিবার আলিপুরের প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন জেলাশাসক পি উল্গানাথন ও কলকাতা পৌরসভার নির্বাচনী আধিকারিকরা। সুষ্ঠু নির্বাচনের লক্ষে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধারা।
পি উল্গানাথন বলেন, ‘এবারে ১৬টি বোরোর ১৪৪টি ওয়ার্ডের মোট ৯৫০ জন দলীয় প্রতীকে লড়ছেন এবং ৩৭৮ জন তার মধ্যে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৪ হাজার ৯৫৯টি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে। মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫৭ জন। বুথ তৈরি করা হয়েছে ১ হাজার ৬৭৬টি। এরমধ্যে অতিরিক্ত ২২০টি বুথ রয়েছে। প্রতিটি বুথেই সশস্ত্র পুলিশ ও সিসিটিভি থাকবে। ১১টি ভোট গণনা কেন্দ্রে ৭৮৬টি সংবেদনশীল ভোটকেন্দ্র রয়েছে। সিসিটিভি ছাড়াও থাকছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও সরকারি আধিকারিকবৃন্দ দায়িত্বে থাকছেন। বহিরাগত আটকাতে নদীপথের উপরেও পুলিশকে নজরদারি রাখতে বলা হয়েছে। শহরজুড়ে নাকা চেকিং চলবে। নাকা চেকিং থাকবে ডায়মন্ড হারবার, হাওড়া ও বিধাননগর অঞ্চলেও। ২১ ডিসেম্বরে ভোট গণনা হবে।’
জেলাশাসক পি উল্গানাথন আরও জানিয়েছেন, ‘বোরো আটের ৬৯ নম্বর ওয়ার্ড এবং ১০ নম্বর বোরোর ৯৩ নম্বর ওয়ার্ডে মহিলা ভোটকেন্দ্র হচ্ছে। মহিলা পুলিশ-সহ মহিলাকর্মী দিয়ে ভোটগ্রহণ করা হবে। নিয়োগ করা হচ্ছে ৪ হাজার স্বাস্থ্যকর্মী। প্রতি বোরোতে একজন করে স্বাস্থ্যকর্মী দায়িত্বে থাকবেন।’
পাশাপাশি করোনা মহামারীর কথা মাথায় রেখে মোট ৩২টি অ্যাম্বুলেন্সকে রাখা হয়েছে এবং প্রতি বোরোতে দুটো করে অ্যাম্বুলেন্স মজুদ করা থাকবে। বিতরণ করা হবে ৮ লক্ষ মাস্ক। ২৬ হাজার ভোটকর্মী নিয়োগ করা হচ্ছে। ভোটকেন্দ্রে থার্মাল গান থাকছে ৪ হাজার ৪০০টি। ভোট দিতে আসা ব্যক্তিদের দেহে তাপমাত্রা মাপার জন্য এগুলি ব্যবহার করা হবে। এছাড়া অতিরিক্ত গ্লাভস এবং স্যানিটাইজার দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক পি উল্গানাথন।
————-
Published by Subhasish Mandal