ইন্ডিয়া নিউজ বাংলা, ডিজিটাল ডেস্ক : ‘মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮-র পরিবর্তে ২১ বছর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার’। আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া নিউজ আয়োজিত এক ফোরামে (India News Manch Anurag Thakur) একথা জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। এ বিষয়ে সংসদে সরকার চলতি আইন সংশোধনের জন্য প্রস্তাব পেশ করতে চলেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও জানিয়েছেন ‘কেন্দ্রীয় সরকারের নির্দেশে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল গত বছরের জুন মাসে। সেই টাক্সফোর্স গত বছরের ডিসেম্বরে কেন্দ্রের কাছে তাদের রিপোর্ট পেশ করে। কেন্দ্রীয় মন্ত্রিসভা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স উন্নীত করার টাস্কফোর্সের প্রস্তাবকে অনুমোদন করেছে।’
এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ইন্ডিয়া নিউজের মঞ্চে আরও জানিয়েছেন যে, ‘১৫ অগস্ট লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণেও এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন যে অপুষ্টির হাত থেকে বাঁচতে হলে কন্যাদের সঠিক সময়ে বিয়ে করা দরকার।’
এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর আরও বলেন, ‘বর্তমান আইন অনুযায়ী দেশে পুরুষদের বিয়ের সর্বনিম্ন বয়স হল ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। সরকার এখন বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন এবং হিন্দু বিবাহ আইন সংশোধন করতে যাচ্ছে। নীতি আয়োগে জয়া জেটলির সভাপতিত্বে গঠিত কমিটি এই বিষয়ে একটি সুপারিশ করেছে। এই কমিটির সদস্য ছিলেন ডাক্তার ভিকে পলও। আমাদের দেশে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়সের সর্বশেষ পরিবর্তন হয়েছিল ১৯৭৮ সালে এবং এর জন্য ১৯২৯ সালের শারদা আইন পরিবর্তন করে বয়স ১৫ থেকে ১৮ বছর করা হয়েছিল। একটি বিষয় জানিয়ে রাখি, রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাস অফ ইন্ডিয়ার মতে দেশে ১৮ থেকে ২১ বছরের মধ্যে বিবাহিত মেয়েদের সংখ্যা প্রায় ১৬ কোটি!’
Published by Subhasish Mandal