Sunday, November 24, 2024
HomeIndia News ManchIndia News Manch Agriculture and Animal Husbandry Today in India: গ্রাম পর্যায়ে...

India News Manch Agriculture and Animal Husbandry Today in India: গ্রাম পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছেন প্রধানমন্ত্রী: রুপালা

ইন্ডিয়া নিউজ বাংলা, ডিজিটাল ডেস্ক : দেশের নানান সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লির ইম্পেরিয়াল হোটেলে এক আলোচনা চক্রের আয়োজন করল ইন্ডিয়া নিউজ ফোরাম (India News Manch Agriculture and animal husbandry today in India)। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী পুরুষোত্তম রুপালা (Parshottam Rupala) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয়মন্ত্রী ‘সুখী গ্রাম, কুশল ভারত’ শীর্ষক আলোচনায় বলেন, ‘স্বনির্ভর ভারতের স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবং সেই কারণেই তিনি কৃষকদের সমৃদ্ধ করার জন্য জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প চালু করেছেন।’

পুরুষোত্তম রুপালা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে গ্রামগুলি সমৃদ্ধ হলে কৃষকরাও সমৃদ্ধ হবে। আমি গুজরাতের কথা বলতে পারি। সেখানে আমুল প্রকল্প থেকে ১২৫ কোটি টাকা গ্রামে যায়। এর ফলে কৃষকরাও লাভবান হন। কৃষকদের মধ্যে সচেতন করার জন্য গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ-সহ নানান রাজ্যে সেমিনার ও প্রচারের আয়োজন করে কর্মকর্তাদের বোঝানো হয়েছে। এর ফলে কৃষকরা খুব সচেতন হয়ে উঠেছেন। পাশাপাশি করোনার হাত থেকে প্রাণিসম্পদ বাঁচানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। এমনকী প্রধানমন্ত্রী গ্রামপর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে কাজও করছেন।’

অনুষ্ঠানটি লাইভ দেখুন :

‘ইন্ডিয়া নিউজ মঞ্চ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি টুডে ইন ইন্ডিয়া’ (India News Manch Agriculture and animal husbandry today in India) ফোরামে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয়মন্ত্রী জানান, ‘গ্রামীণ মানুষের অভিবাসন ঠেকাতে সরকার গ্রামে উন্নত সুযোগ-সুবিধা দিচ্ছে এর মধ্যে পশুপালন, মৎস্য চাষ, মোরগ খামার ও ছাগল পালনের মাধ্যমেও মানুষের আয় বাড়ছে। ভারত এখন গবাদি পশু থেকে দুধ উৎপাদনে বিশ্বে এক নম্বরে। আমাদের কাছে ভালো মানের গরু-মহিষ আছে। দুধের গুণাগুণও বিশ্বের সেরা।’

কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী পুরুষোত্তম রুপালা অনুষ্ঠানে আরও জানান, ‘পশু পালনের ক্ষেত্রে গ্রামীণ এলাকার মানুষ কর্মসংস্থান করছে। ছোট চাষিদের চাষের খরচ কমাতে বড় চাষিদের সঙ্গে অংশীদারিত্ব করে খরচ কমানো হচ্ছে। MSP নিয়ে স্বামীনাথন কমিশনের সুপারিশ মোদি সরকার পূরণ করেছিল এবং খরচের তুলনায় ৫০ শতাংশ লাভ দেওয়ার জন্য কাজ শুরু করা হয়েছিল। ভারতে প্রধানমন্ত্রীর চেয়ে কৃষকদের উন্নয়ন কাজে আর কেউ নেই। বিষয়টা জনগণ সব দেখছে। বিরোধীরা ছটপট করছে। বিরোধী দল সংসদ চলতে দিচ্ছে না।’

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular