Friday, February 7, 2025
HomeBreakingKalyani Blast : কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ! হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা

Kalyani Blast : কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ! হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা

কল্যাণী বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Kalyani Blast) ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত, তাকে সেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কী জানা গিয়েছে?

বিস্ফোরণের তীব্রতার জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই কারখানাটি। এই ঘটনার পরে পরেই উদ্ধারকার্যে ঝআঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই অনুসন্ধান জারি রয়েছে৷

তবে কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বাজি কারখানা? সেই নিয়েই উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, কল্যাণীর এই বাজি কারখানাটি বেশ পুরনো ৷ শুক্রবার কয়েকজন শ্রমিক ভিতরে কাজ করছিলেন৷ সে সময় হঠাৎই বিস্ফোরণ (Kalyani Blast) ঘটে৷ ভিতরে দাহ্যবস্তুর থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন৷ দেখতে দেখতে ভস্মীভূত হয়ে যায় কারখানাটি ৷

আরও পড়ুন: UP Train Accident: উত্তরপ্রদেশে দু’টি মালগাড়ির মধ্যে সংঘর্ষ, আহত একাধিক

প্রসঙ্গত, রাজ্যে গত কয়েক বছরে বিভিন্ন জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের (Kalyani Blast) ঘটনা ঘটেছে। ২০২৩ সালে পূর্ব মেদিনীপুরের এগরায় এমনই এক বিস্ফোরণে কমপক্ষে ন’জনের মৃত্যু হয়েছিল।আবার দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং উত্তর ২৪ পরগনার দত্তপুকুরেও বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। সেখানেও অন্তত সাত জনের প্রাণ গিয়েছিল। আর এবার সেই তালিকায় যুক্ত হল কল্যাণীর এই ঘটনা!

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular