Wednesday, February 5, 2025
HomeBreakingDelhi Assembly Election 2025: একদিকে দিল্লিতে নির্বাচন, অন্যদিকে মহাকুম্ভে মোদী, দিনভর টানটান...

Delhi Assembly Election 2025: একদিকে দিল্লিতে নির্বাচন, অন্যদিকে মহাকুম্ভে মোদী, দিনভর টানটান উত্তেজনা

আজ দিল্লিতে বিধানসভা নির্বাচনকে (Delhi Assembly Election 2025) কেন্দ্র করে দিনভর টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়। বুধবার নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাতটাতেই শুরু হয়ে যায় ভোটগ্রহণ পর্ব।

দিল্লিতে নির্বাচন:

  • উল্লেখ্য, দিল্লির ৭০টি বিধানসভা আসনের জন্য বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়
  • দিল্লিতে মোট ১,৫৬,১৪,০০০ ভোটার রয়েছেন
  • নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ভোটারদের মধ্যে ৮৩,৭৬,১৭৩ জন পুরুষ, ৭২,৩৬,৫৬০ জন মহিলা এবং ১,২৬৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন
  • ভোটগ্রহণ চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত

দিল্লির নির্বাচন (Delhi Assembly Election 2025) প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “আজ দিল্লি বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই ভোট হবে। ভোটারদের আহ্বান জানাচ্ছি, গণতন্ত্রের এই উৎসবে পূর্ণ উৎসাহে অংশগ্রহণ করে মূল্যবান ভোট দিন। যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন সেই সব তরুণ বন্ধুদের আমার বিশেষ শুভেচ্ছা। মনে রাখতে হবে- আগে ভোট, তারপর বিশ্রাম!”

তবে এদিনই আবার মহাকুম্ভে পবিত্র স্নান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পবিত্র ডুব দেন তিনি। গেরুয়া বসন, হাতে গলায় রুদ্রাক্ষের মালা পরেছিলেন এদিন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে এগারটা নাগাদ তিনি সঙ্গম ঘাটে ডুব দেন।

আরও পড়ুন: Union Budget 2025: একনজরে কোন কোন জিনিসের দাম কমল এবং বাড়ল?

তবে দিল্লিতে বিধানসভা ভোটের দিনই (Delhi Assembly Election 2025) তাঁর এই মহাকুম্ভে যাওয়ার সিদ্ধান্তে বিতর্ক দানা বাঁধতে থাকে। বিরোধীদের দাবি, হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা করতেই ভোটের দিনে কুম্ভস্নানে গিয়েছেন মোদী।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular