লস অ্যাঞ্জেলসের চোখ ধাঁধানো গ্র্যামির (Grammys) আসরে দিনভর নজর ছিল অগণিত মানুষের। বিশ্বসঙ্গীতের সবচেয়ে বড় সেই মঞ্চেই সেরার সেরা হলেন ভারতীয় বংশোদ্ভূত কণ্ঠশিল্পী এবং উদ্যোক্তা চন্দ্রিকা ট্যান্ডন।
কোন বিভাগে জয়ী?
বেস্ট নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম বিভাগে ‘ত্রিবেণী’ অ্যালবামের জন্য গ্র্যামি (Grammys) পুরস্কার জিতে নিলেন চন্দ্রিকা। রবিবার (ভারতীয় সময়ানুসারে সোমবার ভোরে) লস অ্যাঞ্জেলেসের মিউজিক্যাল অ্যাওয়ার্ড নাইটের আসর এদিন স্মরণীয় হয়ে উঠল চন্দ্রিকার কাছে।
আরও পড়ুন: Coldplay Record: গিনেস বুকে কোল্ডপ্লে! মিউজিক ট্যুরে সর্বকালের সর্বাধিক দর্শক
উল্লেখ্য, রিকি কেজ এবং অনুষ্কা শঙ্করের মতো সঙ্গীতশিল্পীকে হারিয়ে এই গ্র্যামি (Grammys) জিতে নেন চন্দ্রিকা। তিনি বলেন, ‘এই বিভাগে একাধিক বড় বড় নাম ছিল। তাঁরা প্রত্যেকেই অসাধারণ সঙ্গীতশিল্পী। ফলে এই পুরস্কার জয়ের আনন্দটা দ্বিগুণ হয়ে গিয়েছে।’
তবে সঙ্গীতশিল্পীর পাশাপাশি চন্দ্রিকার অন্য একটি পরিচয়ও রয়েছে। তাঁর জন্ম এবং বড় হয়ে ওঠা চেন্নাইতে। মাদ্রাজ ক্রিস্টান কলেজে পড়াশোনা করেন তিনি এবং IIM আমেদাবাদ থেকে স্নাতকোত্তর পাশ করেন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি শিল্পপতি এবং তাঁর বোন হলেন পেপসিকো সংস্থার প্রাক্তন সিইও ইন্দ্রা নুয়ি।
View this post on Instagram