টানা অষ্টমবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ ২০২৫-২৬ সালের দেশের অর্থনীতির রূপরেখা নির্ধারণ করতে শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন তিনি৷ চলুন, একনজরে দেখে নেওয়া যাক বাজেটে কী কী সস্তা হল, আর কোন কোন জিনিসের দাম বাড়ল?
কোন কোন জিনিসের দাম কমল?
ক্যানসারের ওষুধ
সীসা, দস্তা-সহ ১২টি গুরুত্বপূর্ণ খনিজকে শুল্কছাড়
মোবাইল
মোবাইল চার্জার
টেলিকম সরঞ্জাম
জুয়েলারি
ইলেকট্রনিক খেলনা
ইভি ব্যাটারি
কোবাল্টের বিভিন্ন পণ্য
দেশে তৈরি কাপড়
বরফজাত মাছ
চামড়ার জিনিস
কোন কোন জিনিসের দাম বাড়ল?
স্মার্ট মিটার
সোলার সেল
বিদেশ থেকে আনা জলযান
বিদেশ থেকে আমদানি করা এলইডি টিভি
বিদেশ থেকে আমদানি করা জুতো
বিদেশি আলো
আরও পড়ুন: Saraswati Puja 2025: ২ না ৩ ফেব্রুয়ারি? কবে হচ্ছে এবারের সরস্বতী পুজো?
একনজরে নতুন আয়কর স্ল্যাব (২০২৫-২৬)
০-৪ লাখ টাকা: শূন্য কর
৪-৮ লাখ টাকা: ৫% কর
৮-১২ লাখ টাকা: ১০% কর
১২-১৬ লাখ টাকা: ১৫% কর
১৬-২০ লাখ টাকা: ২০% কর
২০-২৪ লাখ টাকা: ২৫% কর
২৪ লাখ টাকার বেশি: ৩০% কর