ক্ষমতায় আসতেই ফের একের পর এক বার্তা ডোনাল্ড ট্রাম্পের। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানিয়েছেন, তিনি চাইছেন যাতে কর্মদক্ষ মানুষেরা সে দেশে যান।
H-1B Visa-র ভবিষ্যৎ কী?
এইচ১বি ভিসা নিয়ে বিতর্কের মাঝেই সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ট্রাম্প। তিনি ক্ষমতায় এলে H-1B Visa-র ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছিল। মঙ্গলবার সেই বিষয়ে পরিষ্কার জানিয়ে দেন তিনি।
এদিন ট্রাম্প বলেন, ‘আমি দুই তরফেরই যুক্তিতর্ক পছন্দ করছি। কিন্তু আমি চাই দক্ষ ব্যক্তিরা দেশে আসুক, তার জন্য যদি প্রশিক্ষণ বা কম যোগ্যতার ব্যক্তিদের সাহায্য করতে হলেও হোক। আমি থামতে চাই না। আমি শুধু ইঞ্জিনিয়ারদের নিয়ে বলছি না। সব ক্ষেত্রের মানুষদের সম্পর্কেই বলছি।’
আরও পড়ুন: Donald Trump: মার্কিন পণ্যে কর বসানো নিয়ে ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের!
তবে বিভিন্ন মহলের দাবি, দক্ষ কর্মীর অভাবে ভুগছে মার্কিন তথ্যপ্রযুক্তি মহল। বর্তমানে আধুনিক প্রযুক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাই সেই পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষ প্রযুক্তিবিদের চাহিদাও বাড়ছে।
অন্যদিকে আবার মার্কিন নাগরিকত্ব নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মার্কিন মুলুকে জন্মালেই আর মার্কিন নাগরিকত্ব নয় বলে জানানো হয়েছে। এই নাগরিকত্ব পেতে হলে নবজাতকের দুই অভিভাবকের মধ্যে অন্তত একজন মার্কিন নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে আমেরিকায় জন্মগ্রহণ করা সমস্ত শিশুর উপরে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।