আরজি করে তরুণী চিকিৎসক পড়ুয়ার খুন-ধর্ষণের মামলায় শনিবার দোষী সাব্যস্ত করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সোমবার সঞ্জয়ের (RG Kar Verdict) সাজা ঘোষণার দিন স্থির হয়। তার কী শাস্তি হবে সেদিকেই তাকিয়েছিল বাংলা তথা গোটা দেশ। সোমবার দুপুরে সাজা ঘোষণা করেন বিচারক। যাবজ্জীবন সাজা হয় তার। এর আগে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মা বলেন, ‘ছেলে যদি দোষী হয় তবে তার প্রাপ্য শাস্তি হওয়া উচিত।’
কী জানা যায়?
এর আগে শিয়ালদহ আদালতে বার বারই নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায় (RG Kar Verdict)। বলেছিলেন, ‘তাঁকে ফাঁসানো হচ্ছে। তাঁর সঙ্গে যে যা খুশি করছে বলে অভিযোগ সঞ্জয়ের।’ পাল্টা বিচারক জানিয়েছিলেন, আগেও নিজের বক্তব্য জানানোর সুযোগ পেয়েছেন সঞ্জয়। তাছাড়া তথ্যপ্রমাণ সবই তাঁর বিরুদ্ধে কথা বলছে।
সোমবার শিয়ালদহ আদালতে দুপুর ১২টা ৩৬ মিনিট নাগাদ বিচারক অনির্বাণ দাসের এজলাস বসে। সঞ্জয়কে (RG Kar Verdict) সেখানে আনা হয় ১২টা ৪১ মিনিট নাগাদ। তাঁকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।
আরও পড়ুন: RG Kar Case: কোনও ‘রুদ্রাক্ষ’ উদ্ধার হয়নি সঞ্জয়ের কাছ থেকে, জানিয়ে দিল CBI
এদিকে সোমবার রায়ের আগে নির্যাতিতা তরুণীর বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘বিচার ব্যবস্থার ওপর আমাদের ভরসা আছে, সবাই মিলে আমরা এই বিচারটা ছিনিয়ে আনব..সঞ্জয় বলতে চায়, কিন্তু কিছু বলে না..আমাদের লড়াইটা জটিল হচ্ছে..আদালত আর পথের লড়াই জারি থাকবে।’