অলিম্পিক্সে সোনার পদক জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) রবিবার রীতিমতো চমকে দিলেন সবাইকে। হঠাৎ বিয়ের ছবি পোস্ট করে জানালেন সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। এতো বড় একটা খবর ঘুণাক্ষরেও জানতে পারেনি কেউ! নীরজের পোস্ট দেখে উপচে পড়ে শুভেচ্ছাবার্তা। কিন্তু কাকে বিয়ে করলেন তিনি?
রবিবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বরবেশে নিজের ছবি পোস্ট করে নীরজ (Neeraj Chopra) লেখেন, ‘পরিবারকে সঙ্গে নিয়ে জীবনের নতুন একটা পর্ব শুরু করলাম। ভালবাসায় বাঁধা পড়লাম সারা জীবনের জন্য।’
পাত্রীর পরিচয়
প্রসঙ্গত, নানান গুঞ্জনে জল ঢেলে জীবনসঙ্গী হিসেবে নীরজ (Neeraj Chopra) বেছে নিলেন হিমানি মোরকে। হরিয়ানার সোনিপতের হিমানি নিজে একজন টেনিস প্লেয়ার। তবে তিনি বর্তমানে থাকেন মার্কিন মুলুকে। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম টেনিসের কোচিংও করান। হিমানির মা-ও টেনিস কোচ।
সূত্রের খবর, হিমাচলে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ ছিল নীরজ-হিমানির। দুই পরিবারের মাত্র ৪০-৫০ জন সদস্যই উপস্থিত ছিলেন বিয়েতে। ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারি বিয়ের বিভিন্ন আচার সম্পন্ন হয়।