Wednesday, January 15, 2025
HomeBreakingHarsha Richhariya: ইনফ্লুয়েন্সার থেকে সাধ্বী! কুম্ভমেলায় 'ভাইরাল' হর্ষ রিচারিয়াকে চেনেন?

Harsha Richhariya: ইনফ্লুয়েন্সার থেকে সাধ্বী! কুম্ভমেলায় ‘ভাইরাল’ হর্ষ রিচারিয়াকে চেনেন?

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে। মহাকুম্ভে মকর সংক্রান্তির সকালেই এক কোটির বেশি পুণ্যস্নান সারলেন। মঙ্গলবার ভোররাত থেকে অগণিত সাধু-সন্ন্যাসী এবং পূণ্যার্থীরা মোক্ষলাভের উদ্দেশ্যে ডুব দেন গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে। আর কোটি-কোটি মানুষের ভিড়ের মাঝে সকলের নজর কাড়লেন এক ‘সুন্দরী সাধ্বী’। চেহারা দেখে অভিনেত্রী বলে ভুল হতেই পারে। বলিউডের বহু নায়িকাকেই গ্ল্যামারে টেক্কা দিতে পারেন তিনি। সেই ‘রূপসী সাধ্বী’ (Harsha Richhariya) ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Who Is Harsha Richhariya, Social Media Influencer Turned Into Sadhvi?
Who Is Harsha Richhariya, Social Media Influencer Turned Into Sadhvi?

একজন সাধ্বীকে এমন সাজগোজ, তিলক, সিঁদুরের টিপ পরে কুম্ভমেলায় দেখে স্বাভাবিকভাবেই আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। বলা যায় এই মুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছেন তিনি। কিন্তু কে এই সাধ্বী? কী তাঁর পরিচয়?

কে এই সাধ্বী?

জানা গিয়েছে ভাইরাল এই সাধ্বীর নাম হর্ষ রিচারিয়া। তিনি (Harsha Richhariya) একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি সঞ্চালনার কাজও করেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেগুলিতে বহু অনুরাগী রয়েছে। আর মহাকুম্ভে তিনি চর্চায় আসায় অনুরাগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

আরও পড়ুন: Maha Kumbh 2025: শুরু মহাকুম্ভ, জেনে নিন শাহী স্নানের শুভ সময়

এই হর্ষ রিচারিয়ার (Harsha Richhariya) বয়স ৩০ বছর। ইনস্টাগ্রামে তাঁর অনেক ফলোয়ার্স। সেই ইনস্টা হ্যান্ডেলে প্রকাশিত ছবি এবং ভিডিও থেকেই জানা যায় যে, ভারতের বেশ কিছু আধ্যাত্মিক স্থানে গিয়ে প্রার্থনা করছেন, বহু আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যেও এসেছেন তিনি।

হর্ষ উত্তরাখণ্ডের বাসিন্দা এবং এই ইনফ্লুয়েন্সার (Harsha Richhariya) জানিয়েছেন যে, আজ থেকে ২ বছর আগেই তিনি সাধনার পথ বেছে নিয়েছিলেন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular