Tuesday, January 14, 2025
HomeBreakingMakar Sankranti Weather: মকর সংক্রান্তিতে উধাও শীত, আদৌ আর ঠাণ্ডা পড়বে?

Makar Sankranti Weather: মকর সংক্রান্তিতে উধাও শীত, আদৌ আর ঠাণ্ডা পড়বে?

মকর সংক্রান্তিতে (Makar Sankranti Weather) উধাও সেই চেনা কনকনে শীত। বলা যায়, এই মুহূর্তে বেশ মনোরম পরিবেশই রয়েছে। তাই পিঠেপুলি সহযোগে পৌষ সংক্রান্তির ঠাণ্ডা আমেজ উপভোগ করা যেতেই পারে। তবে উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা। হাড়কাঁপানো ঠাণ্ডা রয়েছে এখানে। দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

কী বলছে পূর্বাভাস?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলেই রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা (Makar Sankranti Weather) ফের বাড়তে শুরু করেছে।

জানা গিয়েছে, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: Maha Kumbh 2025: শুরু মহাকুম্ভ, জেনে নিন শাহী স্নানের শুভ সময়

পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে মকর সংক্রান্তিতে (Makar Sankranti Weather)। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত টানা, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়া শুষ্ক থাকবে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular