Wednesday, January 15, 2025
HomeBreakingHimachal Pradesh: ব্যক্তিকে ২১০ কোটি টাকার বিল ধরালো বিদ্যুৎ দফতর, মাথা ঘুরে...

Himachal Pradesh: ব্যক্তিকে ২১০ কোটি টাকার বিল ধরালো বিদ্যুৎ দফতর, মাথা ঘুরে যাওয়ার জোগাড়!

ললিত ধিমান, হিমাচল প্রদেশের (Himachal Pradesh) হামিরপুরের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী। আর সেই ব্যবসায়ী হাতে যে পরিমাণ টাকার বিদ্যুৎ বিল পেলেন, তা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! জানা গিয়েছে, সেই বিলে যে টাকা উল্লেখ করা হয়েছে তা হল, ২,১০,৪২,০৮,৪০৫ (১২০ কোটি টাকা)।

কীভাবে ঘটল এই ঘটনা?

এই বিল পেয়ে তৎক্ষণাৎ ধিমান কর্তৃপক্ষের কাছে ছুটে যান। তদন্তের পর দেখা যায় যে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমন অস্বাভাবিক বিল এসেছে ওই ব্যক্তির কাছে। সঙ্গে সঙ্গে বিষয়টির সমাধান করে ধিমান ললিতের কাছে ৪,০৪৭ টাকার সঠিক বিলটি পাঠানো হয়।

আরও পড়ুন: Hair Loss Mystery: সাত দিনে পড়ে গেল মাথার সব চুল! এই ৩ গ্রামে বিরল ঘটনার শিকার বাসিন্দারা

পাওয়ার ডিপার্টমেন্টের এক আধিকারিক আশিস কাপুর জানান, মিটার রিডিং-এর সমস্যাতে এমন ঘটনা ঘটেছে। এছাড়া কীভাবে এই সমস্যার সৃষ্টি হল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

ঘটনার আকস্মিকতায় শুধু ওই ব্যক্তি হন, হতচকিত পাড়া (Himachal Pradesh) প্রতিবেশীরাও!

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular