Wednesday, January 8, 2025
HomeBreakingModi-Mamata: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী, কী লিখলেন তিনি জানেন?

Modi-Mamata: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী, কী লিখলেন তিনি জানেন?

রবিবার অর্থাৎ ৫ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা উপচে পড়ে। সরকারি তথ্য অনুযায়ী, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্মদিন মমতার, তাই সেই হিসেবে এবছর তিনি ৭০-এ পা রাখলেন। দলগতভাবে প্রধানমন্ত্রী মোদী তৃণমূল বিরোধী হলেও, মমতার জন্মদিনে তিনি সৌজন্যতা দেখাতে ভোলেননি।

কী লিখেছেন মোদী?

তৃণমূলনেত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মমতার উদ্দেশে মোদী লেখেন, ‘জন্মদিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে শুভেচ্ছা জানাই। ওঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।’

তবে, খাতায় কলমে ৫ জানুয়ারির উল্লেখ পাওয়া গেলেও, মমতার জন্মদিন কবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মমতা নিজেই ‘একান্তে’ বইটিতে লিখেছিলেন, তাঁর জন্মদিন দুর্গাপুজোর সময়।

আরও পড়ুন: Mamata Banerjee: দেশের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সবথেকে ধনী কে জানেন?

রাজ্যের মন্ত্রী মলয় ঘটক লেখেন, ‘রোল মডেলকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনি আমার কাছে অনুপ্রেরণা, আলোর দিশারী’।

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেত্রী সুপ্রিয়া সুলেও জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। সুস্থ থাকুন’।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular