Sunday, January 5, 2025
HomeBreakingTigress Zeenat: বাঘিনী জিনত বন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন Mamata...

Tigress Zeenat: বাঘিনী জিনত বন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন Mamata Banerjee?

টানা ২১ দিনের অক্লান্ত চেষ্টার পর ওড়িশা থেকে আসা বাঘিনী জিনততে (Tigress Zeenat) অবশেষে ধরতে সফল হলেন বন বিভাগের কর্মীরা। বাঁকুড়ার গোসাঁইডিহির জঙ্গলে ঘুমপাড়ানি গুলির সাহায্যেই বাগে আনা সম্ভব হল জিনতকে।

ঘুমপাড়ানি গুলি এবং জিনত

জানা গিয়েছে, শনিবারই বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে গোসাঁইডিহিতে ঢুকেছিল জিনত। রাতে তাকে (Tigress Zeenat) লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হলেও কাজ হয়নি। এরপর রবিবার বিকেলে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়, আর তারপরই কাবু হয় সে।

এদিন রাতে বিশেষ কনভয় নিরাপত্তায় আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয় জিনতকে। আপাতত কয়েকদিন আলিপুর চিড়িয়াখানাতেই সে (Tigress Zeenat) থাকবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: West Bengal Weather: শীতের দেখা নেই, গত ১০ বছরের ‘উষ্ণতম’ বড়দিন রাজ্যে?

এদিকে, বাঘিনী (Tigress Zeenat) ধরা পড়ার পরেই সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বন দফতরের আধিকারিক, জেলা প্রশাসন সহ অন্যান্যদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জিনতকে (Tigress Zeenat) ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েক দিন পরে রেডিও কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। কিন্তু হঠাৎই এরপর ঝাড়খণ্ডের দিকে পাড়ি দেয় জিনত। অবশেষে সে বাগে আসায় স্বস্তি পেয়েছে সকলে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular